কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

দেশে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৮০ জনের বেশি এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন। তাই সবার জানা উচিত কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাক” এ।

আজকের পোষ্টে আমরা মোবাইল ব্যাটারি নষ্ট হওয়ার কারণ, মোবাইলে চার্জ দেওয়ার সঠিক নিয়ম সহ মোবাইলের ব্যাটারি ভালো রাখতে করণীয় সম্পর্কে বিস্তারিত জানবো।

মোবাইল ব্যাটারি নষ্ট হওয়ার কারণ

প্রযুক্তির এই দিনে প্রতি মুহূর্তের দরকারি একটি ডিভাইস এন্ড্রয়েড মোবাইল। একটি মোবাইল কেনার প্রথম এক বছরে অধিকাংশ ফোণের ব্যাটারি তার চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে।

এর পিছনে মোবাইল কোম্পানির যতটা দোষী তার থেকে মোবাইল ব্যবহারকারী কয়েকগুণ বেশি দায়ী। কারণ, ভালো ব্যাটারি না দেখে মোবাইল ক্রয় এবং মোবাইল ব্যাটারির স্বাস্থ্য রক্ষার নিয়ম না মেনে চলা।

আরও পড়ুনঃ কিস্তিতে মোবাইল কিনতে চাইলে করণীয়

মোবাইল ক্রয়ের পর কিছু নিয়ম প্রতেক এন্দ্রয়েড মোবাইল ব্যবহারকারী মেনে চললে মোবাইলের ব্যাটারি অবশ্যই ভালো থাকবে। এজন্য জানতে হবে মোবাইল ব্যাটারি নষ্ট হওয়ার কারণ সমূহ।

মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ার কারণ সমূহঃ

  • মোবাইল ডাটা অন রেখে চার্জ দেওয়া
  • চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করা
  • সঠিক ভাবে মোবাইল চার্জ না দেওয়া
  • ব্যাটারির চার্জ একদম শেষ করে চার্জ দেওয়া
  • ফুল চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখা
  • মোবাইলে চার্জ অসম্পন্ন রেখে চার্জ থেকে উঠিয়ে ফেলা
  • সঠিক চার্জার ব্যবহার না করা।

উপরের এই বিষয়গুলি সম্পর্কে জেনে সেই অনুযায়ী সচেতন হলেই প্রত্যেকটি মোবাইলের ব্যাটারি সাধারণের থেকে দুই গুন বেশি টেকসই হবে।

মোবাইল চার্জের সঠিক সময়

একটি মোবাইল চার্জে দেওয়ার সঠিক সময় হচ্ছে মোবাইলের চার্জ ২০% এর নিচে নেমে আসার পর। মোবাইলের চার্জ একদম শেষ করে চার্জ দিলে ব্যাটারি চার্জ সংরক্ষণ করার শক্তি হারায়। যা পরবর্তীতে ব্যাটারি দুর্বল করে দেয়।

১০০% চার্জ কখনোই মোবাইলে দেওয়া ঠিক না। কিছু দামি মোবাইলের চার্জার ১০০% এর পরে চার্জ নেওয়া বন্ধ করলেও বেশিরভাগ মোবাইলের ব্যাটারি চার্জ নিতে থাকে। এতে পরবর্তীতে ব্যাটারি ফুলে উঠে।

মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করা যাবে না। কারণ, মোবাইল চার্জে থাকলে কিছুটা হিট হয়। তার উপরে ব্যবহার করলে হিটের পরিমাণ কয়েকগুণ বেশি হয় যা মোবাইল ও ব্যাটারির জন্য খুব ক্ষতিকর।

আরও পড়ুনঃ ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

মোবাইল চার্জের বেলায় লক্ষণীয় গুরুত্বপূর্ণ হচ্ছেঃ

  • মোবাইলের চার্জ ২০% এর নিচে নামলেই চার্জ দিতে হবে।
  • ফুল চার্জ না দিয়ে ৯০% – ৯৫% চার্জ হলেই চার্জার উঠিয়ে রাখতে হবে।
  • কখনোই সাড়া রাত চার্জে দিয়ে রাখা যাবে না।
  • কখনোই 15% বা ২০% চার্জের নিচে চার্জ শেষ হতে দেওয়া যাবে না।
  • ভুলেও মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করা যাবে না।
  • মোবাইলে Battery optimization apps ব্যবহার করা যেতে পারে
  • মোবাইলের নির্দিষ্ট চার্জার ব্যতিত যেকোনো চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যাবে না।

এই বিষয়গুলি মেনে চললে সব মোবাইল ব্যাটারি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যা মোবাইল চার্জের ক্ষেত্রে জানা জরুরি।

Battery optimization apps

আমরা ফেসবুক ব্যবহার করতেছি। এমন সময় ম্যসেজারে বন্ধুর সাথে কথা বলছি। তখন ফেসবুক ডিসপ্লেতে না থাকলেও ব্যাটারির একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ফেবসুক অ্যাপ খরচ করছে।

বলতে গেলে প্রায় অ্যাপ এমন ভাবে আমাদের অজান্তে মোবাইলের ব্যাটারির চার্জ ক্ষয় করে। তাই এইভাবে মোবাইল থেকে ব্যাটারির চার্জ কম খরচ করাতে Battery optimization apps নামের কিছু অ্যাপ আছে।

আসল ভিটমেট ডাউনলোড করার উপায়

এই অ্যাপ ব্যবহার করুন আপনার ফোনে। এতে যেভাবে আপনার মোবাইলের চার্জ কম ক্ষয় হবে। তেমনই ব্যাটারি থাকবে দীর্ঘদিন ভালো।

এমন কয়েকটি অ্যাপ যা নিচে নাম দেওয়া হলো। ব্যবহার করতে পারেন Battery optimization apps হিসেবে। এর যেকোনো একটি অ্যাপ আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন।

১) Battery Doctor

২) Kaspersky Battery Life

৩) Battery PI & Optimization

মোবাইল চার্জ সম্পর্কিত FAQS

মোবাইল চার্জ দেওয়ার নিয়ম কি?

উপরের সাতটি নিয়ম মেনে চলতে পারলেই মোবাইল চার্জ দেওয়ার নিয়ম মানা হয়ে যাবে।

কখন মোবাইল চার্জ দেওয়ার সঠিক সময়?

মোবাইলের চার্জ ২০% থেকে ৫০% এর মধ্যে থাকাকালিন মোবাইল চার্জ দেওয়ার সঠিক সময় বলে বিবেচিত হয়।

মোবাইলে ফুল চার্জ দেওয়া যাবে?

না।

মোবাইলে সবসময় ৯০ % থেকে ৯৫% এর মধ্যে চার্জ দিতে হবে। এর থেকে বেশি চার্জ দেওয়া যাবে না।

মোবাইলের ব্যাটারি ভালো থাকা নিয়ে সর্বশেষ

আজকে আমরা কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে সে সম্পর্কে বিস্তারিত জেনেছি। জেনেছি মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে বিস্তারিত।

আশা করছি উপরে আলোচিত বিষয় সমূহ মেন চললে সব ধরণের মোবাইলের ব্যাটারি এবং মোবাইল অনেক বেশি টেকসই ও দীর্ঘমেয়াদী হবে।

কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে সহ যাবতীয় বিষয়ে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Mobile Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেত চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ এ।

3 thoughts on “কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.